মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
ফেসবুকে ছবি অশ্লীল করে আপলোড করার যুবক আটক
Home Page » বিবিধ » ফেসবুকে ছবি অশ্লীল করে আপলোড করার যুবক আটকবঙ্গ-নিউজঃ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধিঃলালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি আপলোড করার অভিযোগে লিমন আহম্মেদ (১৯) নামে একজনকে আটক করেছেন ডিবি পুলিশ। সোমবার সন্ধায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ আগে রোবাবার রাতে উপজেলার তালুক পলাশী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লিমন আহম্মেদ উপজেলার তালুক পলাশী গ্রামের বকুল হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানান, ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল আপত্তিকর ছবি আপলোড করায় রবিবার রাতে উপজেলার তালুক পলাশী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ টি মোবাইল সিম ও ৮টি মোবাইল ফোন উদ্ধান করা হয়।
লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ধায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৮ ৪৬২ বার পঠিত