রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮

হাতীবান্ধায় মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয় চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মোতাহার

Home Page » সারাদেশ » হাতীবান্ধায় মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয় চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মোতাহার
রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮



 একাডেমিক ভবন এর  ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ
উন্নয়নে আমার কার্পনতা নেই। এলাকার উন্নয়নের ক্ষেত্রে সব সময় আন্তরিক। উন্নয়ন যতেষ্ট হলেও গুণগত শিক্ষার ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে। তাই শিক্ষার গুণগতমান উন্নোয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই আমরা কাংখিত লক্ষ্যে পৌছতে পারবো। রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতযুক্ত একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি এসব কথা বলেন। বিচারপতি আফজাল হোসেন আহমেদের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে আয়োজিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, মিলন বাজার ছাএলীগ সভাপতি ,মশিয়ার রহমান সাধারন সম্পাদক ,লিমন জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, স্কুল প্রধান শিক্ষক খলিলুর রহমান ও শাহজাহান কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৩   ৭৭৪ বার পঠিত   #  #  #  #  #  #