রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮

মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ইজতেমার প্রথম পর্ব শেষ

Home Page » আজকের সকল পত্রিকা » মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ইজতেমার প্রথম পর্ব শেষ
রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮



মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ইজতেমার প্রথম পর্ব শেষ
বঙ্গ-নিউজঃ  দুনিয়া ও আখেরাতে শান্তি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।

রোববার সকাল পৌনে ১১টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় সকাল সোয়া ১১টার দিকে। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের মোনাজাত পরিচালনা করেন।

এবারই প্রথম প্রথা ভেঙে ইজতেমার আখেরি মোনাজাত করা হয় বাংলায়। আখেরি মোনাজাত শুরুর আগে রোববার ফজরের পর থেকে বাংলায় হেদায়তি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আবদুল মতিন।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ টঙ্গীর তুরাগতীরে সমবেত হয়। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই আখেরি মোনাজাতে দেশের ১৬ জেলার মুসল্লি ছাড়াও দেশ-বিদেশের অন্তত ৩০-৩৫ লাখ মানুষ অংশ নেয় বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি শুক্রবার। আখেরি মোনাজাত হবে ২১ জানুয়ারি রোববার।

বাংলাদেশ সময়: ১৩:০৩:১৬   ৬৬৩ বার পঠিত   #  #  #  #  #  #