শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮

অতিরিক্ত কুয়াশায় তিন নৌপথে ফেরি বন্ধ

Home Page » অর্থ ও বানিজ্য » অতিরিক্ত কুয়াশায় তিন নৌপথে ফেরি বন্ধ
শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮



অতিরিক্ত  কুয়াশায় তিন নৌপথে ফেরি বন্ধ

বঙ্গ-নিউজঃ অতিরিক্ত কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা এড়াতে এসব পথে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার গভীর রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে।

বিষয়টি নিশ্চতি করেছেন ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন। তিনি জানান, দৌলতদিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধের খবর জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ।

মাঝ নদীতে সাতটি ফেরি আটকা পড়েছে বলেও জানান তিনি।

এছাড়া ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌপথেও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ জানান, দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

কুয়শায় কেটে গেলে নৌপথে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৪৪   ৬২৩ বার পঠিত   #  #  #  #  #  #