বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
সরকার তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে : প্রধানমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » সরকার তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে : প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে স্বাবলম্বী করতে ধনীদের আরও ধনী না করে তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়ন প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
২০২১ সালে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি দেশ হবে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিভিন্ন মেয়াদে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই তার সুফল পেতে শুরু করে দেশের মানুষ।
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।রাজধানীতে মেলা হচ্ছে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে।
বাংলাদেশ সময়: ১৬:২৫:১৫ ৫৮৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News