সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
পারো যদি জলরঙে আঁকো-রুমি আহমেদ
Home Page » সাহিত্য » পারো যদি জলরঙে আঁকো-রুমি আহমেদ
নটেগাছটি মুড়িয়ে গেলেও অনেকখানি কথা থাকে।
যেমন করে জড়িয়ে থাকে,
অনেকখানি কথার পরেও প্রবণতা।
এমন এমন বিকেল থাকে,
যাদের গায়ে লিখতে পারি একটা জীবন।
এক বিকেলের শরীরজুড়ে লিখতে পারি এক-জীবনী,
ভাবতে ভাবতে হঠাৎ কখন শরীরখানিই মন হয়ে যায়।
ঠিক তখনই মনে পড়ে,
সবার আগেই আলোর খবর
অন্ধকারই জানতে পারে। কেমন করে?
ভাবতে ভাবতে চমকে উঠি,
কেমন করে পুরনো ঠোঁট,
কেমন করে পুরনো মুখ,
আদর পেলে নতুন হয়ে ওঠে!
আর তখনই বুঝতে পারি,
এসব ঘটে আচম্বিতে, দুঃখ দিতে।
আদর-পাতি খুচরো স্মৃতি।
দুঃখ কেবল বিস্তারিত। সবার চেয়ে বিশ্বস্ত।
এমন কি ভালোবাসার চেয়েও দুঃখ অনেক বেশি বিশ্বস্ত!
না মানলে, জলরঙে আঁকো!
বাংলাদেশ সময়: ২৩:১২:২৩ ১০১৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #কবিতা