রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
বিএনপির মেয়রপ্রার্থীর আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপির মেয়রপ্রার্থীর আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
বঙ্গ-নিউজঃ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট পুনরায় গণনা চেয়ে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচন কমিশনকে এ নির্দেশ দেওয়া হয়।
এদিন, আদালতে বাবলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী।
এর আগে, গত বছরের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এছাড়া আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে পান ৬২ হাজার ৪০০ ভোট এবং বিএনপি মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীকে পান ৩৫ হাজার ১৩৬ ভোট।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, বিভিন্ন অভিযোগে ভোট পুনরায় গণনা চেয়ে গত ২৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন কাওসার জামান বাবলা। কিন্তু কোনো জবাব না পেয়ে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন তিনি। এখানেও কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিটের পর গত বৃহস্পতিবার হাইকোর্টে ওই আবেদনের ওপর শুনানি শেষে রবিবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩১ ৬১৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News