শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

শাকিব-বুবলীর রোমান্স চলছে অস্ট্রেলিয়ায়

Home Page » প্রথমপাতা » শাকিব-বুবলীর রোমান্স চলছে অস্ট্রেলিয়ায়
শনিবার, ৬ জানুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত
বঙ্গ-নিউজঃ ভারতের রামুজি ফিল্ম সিটিতে প্রায় এক মাস টানা শুটিং করলেন শাকিব খান। রাশেদ রাহা নির্মিত ‘নোলক’ ছবির শুটিং সেখানেই হয়। এতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ববি। তবে নতুন বছরের শুরুর কয়েকদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না শাকিব খানের। কেউ বলছেন কলকাতাতেই আছেন এ নায়ক। আবার কেউ বলেছেন দেশে এসেছেন। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল তার।

অবশেষে জানা গেল এপার-ওপার কোথাও নেই শাকিব। উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির গানের শুটিং করছেন। এর আগে শেষ হয়েছে ছবিটির নাট্যাংশের শুটিং। বাকি ছিল কেবল গান। এ গানগুলোরই এবার শুটিং হচ্ছে।

সম্প্রতি গানের কিছু দৃশ্যের ছবি প্রকাশ পেয়েছে অন্তর্জাল দুনিয়ায়। এতে শাকিব খানের সঙ্গে বুবলীকে দারুণ এক লুকেই দেখা গেছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় শুটিং শেষে ব্যাংককের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। সেখানে ‘আমি নেতা হব’ ছবির গানের শুটিং করবেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। ইতিমধ্যে ঢাকা থেকে ব্যাংককে উড়াল দেয়ার সব আয়োজন সম্পন্ন করেছেন মিম। কয়েকদিনের মধ্যে তিনিও উড়াল দেবেন বলে জানিয়েছেন।

এদিকে অপু বিশ্বাসকে ডিভোর্স নোটিশ পাঠানোর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালত তলব করেছেন দুজনকে। ১৫ জানুয়ারি সকাল ১০টায় ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে শাকিব-অপু দুজনকেই উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। এর মাধ্যমে দুই পক্ষকেই মিলিয়ে দেয়ার চেষ্টা করা হবে। তবে শেষ পর্যন্ত শাকিব খান ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকবেন এমন আভাসই পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১১   ৬২৯ বার পঠিত   #  #  #  #  #  #