শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

“অনশন”

Home Page » বিবিধ » “অনশন”
শনিবার, ৬ জানুয়ারী ২০১৮



ছবি আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজ

” অনশন”
- প্রভাষক জহিরুল ইসলাম

শিক্ষকেরা রাজ পথে আজ
করছে কেন অনশন
জীবন বাজি ধরছে কেন
কেন তাদের মরন পণ?

জাতির বিবেক যাচ্ছে কোথায়
ভাবছে না কেউ তার মানে
ঘুষ খোরেরা করছে বড়াই
খেলছে খেলা আনমনে।

বিনা দোষে করছে দোষী
চুর করে যায় চুরি
প্রশ্ন ফাঁসের মিথ্যা গুজব
ভাঙছে তাদের হাড়ি।

বছরের পর বছর কাটায়
বেতনের নেই সাড়া
পেটের দায়ে শিক্ষা গুরু
হচ্ছে দিশেহারা।

জাতির বিবেক ধরছে ঘুনে
উইপোকারা করছে বাস
সোনার বাংলায় সোনার খনির
তাই তো এতো সর্বনাশ!

শিক্ষা নিয়ে এমন খেলা
চলবে আর কতদিন
শিক্ষকেরা পাবে না কি
মর্যাদা আর কোনদিন?
…………………………………….

বাংলাদেশ সময়: ১০:২৪:১৭   ৯১২ বার পঠিত   #  #  #  #  #  #