বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
“নারী”
Home Page » প্রথমপাতা » “নারী”“নারী”
শরবিন্দু কর্মকার
মানুষ কেন বলে মোদের
নারীর নিজস্ব নাই কিছু
আমি তো দেখি জগত চলে
নারীর পিছু পিছু।
বাপের ঘরে লক্ষ্মী আম…
স্বামীর ঘরে অন্নপূর্ণা।
ছেলের ঘরে জননী আমি
আমি ছাড়া সংসার অসম্পুনা।।
আমার মতো আপন করতে
আর কি কেউ পারে?
বাপের ঘরকে ছেড়ে এসেও
পরকে বাঁধি ঘরে।।
গোত্র থেকে গোত্রান্ত…
যদিও আমি হই।
তবুও যেন জননী রুপে
সকল দুঃখ সই।
ভারতমাতা সেও নারী…
নারী জগদ্ধাত্রী
নারী হল এ জগতের
সবার জনদ্ধাত্রি।
পুরুষতান্ত্রিক সমাজ তাই
পুরুষকে বড় করে
জেনে রেখো সেই পুরুষকেই
নারী গর্ভে ধারণ করে।।
মহাকাল আমার পদতলে
শায়িত চিরকাল।
আমি ছাড়া এ জগত সংসার
সবই হবে অচল।
বাংলাদেশ সময়: ১৬:৪১:২৪ ৩৮৯০ বার পঠিত