
বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
হাতীবান্ধায় হাত পা বিহীন অস্বাভাবিক শিশুর জন্ম
Home Page » আজকের সকল পত্রিকা » হাতীবান্ধায় হাত পা বিহীন অস্বাভাবিক শিশুর জন্মমিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাত বিহীন, বাঁকা পা, মাথা তুলনা মূলক বড় এমন শারীরিক প্রতিবন্ধীতা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে সিনতা আক্তার।
গত শুক্রবার রাতে উপজেলার খানেরবাজার এলাকায় আবু সাঈদ ও রত্না আক্তার দম্পত্তির ঘরে এ শিশুটির জন্ম হয়।
শিশুটির বাবা আবু সাঈদ জানান, গর্ভ ধারণের ৯ মাস পর গত শুক্রবার তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে পার্শ্ববর্তী বড়খাতা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই হাত বিহীন খাটো ও বাঁকা দুই পায়ের পাশাপাশি মাথা বড় নিয়ে শিশু সিনতা’র জন্ম হয়। জন্মের সময় শিশুর ওজন ছিলো সাড়ে ৩ কেজি। জন্মের পর শিশুটি একটু অসুস্থ হলেও ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠেছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী জানান, জিনতত্ত্ব বা জেনেটিক্স বা বংশগতিবিদ্যা হল জিন, বংশবৈশিষ্ট্য এবং এক জীব থেকে আরেক জীবের জন্মগত চারিত্রিক সাযুজ্য ও পার্থক্য সম্বন্ধীয় বা ক্ষতিকর ঔষধ সেবনের ফলে এ ধরণের বাচ্চার জন্ম হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৯:২০:৩৬ ৯০৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News