সোমবার, ১ জানুয়ারী ২০১৮
“প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিয়োগ পেলেন সুনামগঞ্জেরর নজিবুর রহমান”
Home Page » আজকের সকল পত্রিকা » “প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিয়োগ পেলেন সুনামগঞ্জেরর নজিবুর রহমান”
আল-আমিন আহমেদ,বঙ্গ-নিউজ :প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে সুনামগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।এ ছাড়া আরও চার সচিবের দফতর বদল করা হয়েছে। তারাহলেন- তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমদকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রণালয়েরকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।তা ছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায়জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:৩০ ১০৫০ বার পঠিত # #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #ju senate election #World News