সোমবার, ১ জানুয়ারী ২০১৮

সুনামগঞ্জে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন

Home Page » শিশু-কিশোর » সুনামগঞ্জে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন
সোমবার, ১ জানুয়ারী ২০১৮



 ফাইল ছবি

আল-আমিন আহমেদ,সুনামগঞ্জ :-সুনামগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেসএসিতে) এ বছর পাস করেছে ৭৮.৪৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন। গতকাল শনিবার দুপুরে সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রণক মো. মইনুল ইসলাম জানান, এ বছর সুনামগঞ্জ জেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৭৭০ জন। পাশ করেছে ২৬ হাজার ২৯ জন। তার মধ্যে মেয়েরা অংশগ্রহণ করেছে ১৬ হাজার ৭৪৬ জন, পাস করেছে ১৪ হাজার ৭৩৩ জন। ছেলে অংশগ্রহণ করেছে ১৩ হাজার ২৪ জন, পাস করেছে ১১ হাজার ২৯৬ জন। ফেল করেছে ৩ হাজার ৭৪১ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছে মোট ৯৬৪ জন। তার মধ্যে মেয়ে ৫২৯ জন ছেলে ৪৩৫ জন।

বাংলাদেশ সময়: ১১:৫০:১৭   ৭১০ বার পঠিত   #  #  #  #  #  #  #