সোমবার, ১ জানুয়ারী ২০১৮

বছরের প্রথম দিনেই মির্জাপুরের ৮২ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

Home Page » শিক্ষাঙ্গন » বছরের প্রথম দিনেই মির্জাপুরের ৮২ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই
সোমবার, ১ জানুয়ারী ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ   আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে স্কুলে বিনামূল্যে বই উৎসব হয়েছে।বছরের প্রথম দিনেই সরকারের দেয়া বিনামূল্যের বই পেয়েছে প্রায় ৮২ হাজার ছাত্র-ছাত্রী।এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল আটটায় পুষ্টকামুরী আলহাজ্ব শফিউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭(মির্জাপুর)আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন। এরপর পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়,বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়, জামুর্কী উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়,বংশাই স্কুল এন্ড কলেজ ও বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালসেহ প্রতিটি বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।বই বিতরণ উৎসবে ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর সভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন,উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা মাশীমা আক্তার শিফা, এস এম এম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা,প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলূর রহমান, সহকারী কমিশণার(ভুমি) মো. আজগর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজাহারুল ইসলাম শিপলু, আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. মঞ্জুরুল কাদের বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক এমরান হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. সহিনুর রহমান খান, মো. আল মামুর খান, ছানোয়ার হোসেন, আব্দুল হামিদ ও মঞ্জুর কাতের প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা বলেন,এ বছর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৩৬ হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৬ কোটি বিনামুল্যে সরকারী বই বিতরণ করা হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছেন ,এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের প্রায় ৪৬ হাজার শিশু-কিশোরদের মধ্যে প্রায় সারে ৭ কোটি বিনামুল্যে সরকারী বই বিতরণ করা হচ্ছে।বছরের প্রথম দিনেই হাতে নতুন পেয়ে শিশু-কিশোররা আনন্দ আর উচ্ছাসের কথা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩০:১১   ৮১৮ বার পঠিত   #  #  #  #  #  #  #