রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
প্রধানমন্ত্রী যশোরে পৌঁছেছেন
Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী যশোরে পৌঁছেছেনবঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যশোর পৌঁছেছেন। রবিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান করবেন। পরে বিকালে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।
তার আগমন উপলক্ষে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা শহর। মিছিল-মিটিংয়ে মুখরিত রাস্তাঘাট।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী যশোরে ২৮টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বাংলাদেশ সময়: ১১:৪৬:০৫ ৫০৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News