শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম বছরেই পিএসসির রেজাল্টে সীমাখালী ইসলামিয়া ক্যাডেট একাডেমীর চমক
Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » প্রথম বছরেই পিএসসির রেজাল্টে সীমাখালী ইসলামিয়া ক্যাডেট একাডেমীর চমকআজিজুল্লাহ মানিকঃ- বঙ্গ-নিউজঃ মাগুরা জেলার শালিখা থানার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ব্যতিক্রম একটি শিক্ষা প্রতিষ্ঠান ‘সীমাখালী ইসলামিয়া ক্যাডেট একাডেমী’। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ১ জানুয়ারি ২০১৭ ইং. এ বছরেই যাত্রা শুরু করেই চমকে দিয়েছেন শালিখা বাসি কে, শালিখা- বাসিও মহা খুশি এমন ব্যতিক্রম একটি বেসরকারি প্রতিষ্ঠান পেয়ে। ‘সীমাখালী ইসলামিয়া একাডেমী’ থেকে এবার PSC/ইবতেদায়ীতে (পঞ্চম শ্রেণী) ১৪ জন অংশগ্রহণ করে, তার মধ্যে ৮ জন গোল্ডেন এ+(Golden A+) সহ শতভাগ পাশ করেন । শালিখার সকল মাদ্রাসা সমূহের মধ্যে ‘সীমাখালী ইসলামিয়া একাডেমী’ প্রথম স্থান অর্জন করেন। ছাত্র_ছাত্রীদের এমন ভাল রেজাল্ট নিয়ে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রধান পরিচালক হাফেজ মাওলানা মোঃ সাখাওয়াত হোসাইন বলেন এই ফলাফলের পেছনে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অবদান রয়েছে। তাদের নিবিড় পরিচর্যা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এমন ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ‘সীমাখালী ইসলামিয়া একাডেমীতে’ ছাত্র-ছাত্রী রয়েছে ৩৫০ জন এবং শিক্ষক-শিক্ষিকা সহ কর্মচারী রয়েছে ৩২ জন। অত্র প্রতিষ্ঠানে পূর্বে ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত চালু করা হয়েছিল। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে (সীমাখালী ইসলামিয়া একাডেমীতে) ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী চালু করা হয়েছে। হাফেজ মাওলানা সাখাওয়াত জানান আগামী বছর থেকে ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর সকল কার্যক্রম সম্পূর্ণ করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এলাকাবাসী দাবি জানান যেন খুব দ্রুততার সাথে ৯ম শ্রেণী চালু করা হয়। প্রিন্সিপাল সাখাওয়াত জানান, এলাকাবাসীর সার্বিক সহযোগীতা পেলে প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২২:০১:০২ ১৫৭৮ বার পঠিত