বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
কালিয়াকৈরের স্কুলছাত্রী রংপুর থেকে উদ্ধার, অপহরণের ৪ দিন পর
Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরের স্কুলছাত্রী রংপুর থেকে উদ্ধার, অপহরণের ৪ দিন পরমোঃফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকা থেকে এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী এক মেয়ে শিশুকে অপহরণের চার দিন পর রংপুরের শালবন এলাকা থেকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আঃ রহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আঃ রহিম গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতো।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি থানার ভাষার পাড়া এলাকার বিষু চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস তার একমাত্র মেয়েকে নিয়ে সফিপুর রঙ্গারটেক এলাকার গোবিন্দ বিশ্বাসের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতো। মেয়ে মিষ্টি রানীদাস সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে। গত ২২ ডিসেম্বর বিকেলে কৌশলে সফিপুর বাজার এলাকা থেকে মিষ্টিকে অপরহণ করে নিয়ে যায় আঃ রহিম নামে ওই যুবক।মেয়েকে না পেয়ে শিক্ষার্থীর মা বাদি হয়ে কালিয়াকৈর থানার একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে। পড়ে তাদের রংপুরের শালবন বাজার এলাকা থেকে উদ্ধার এবং অপহরণকারী আঃ রহিমকে গ্রেফতার করে ।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হাকিম জানান, শিশু শিক্ষার্থীর মা বাদি হয়ে সোমবার রাতে থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মোবাইল ট্র্যাকিং করে ৪ দিন পর রংপুর থেকে অপহরণকারীকে গ্রেফতার করা হয় এবং শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় দুজনকেই কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।বুধবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে আসামীকে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৯ ৬৮৮ বার পঠিত