সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

এবার ইরান জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী ঘোষণা করল

Home Page » আজকের সকল পত্রিকা » এবার ইরান জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী ঘোষণা করল
সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ইরানের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। রবিবার দেশটির সংসদে উপস্থাপিত এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৮৭ জন সংসদ সদস্য। এছাড়া বিপক্ষে ভোট দেন ১৫ জন। ৯ জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

সংসদের উন্মুক্ত অধিবেশনে এ বিল পাস হয় এবং অধিবেশনে ২৩৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের এক নম্বর ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে তার আওতায় এ বিল পাস করা হল। বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত করতে হবে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

উল্লেখ্য, ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করে না ইরান।

বাংলাদেশ সময়: ০:২৩:৫৯   ৯৪৩ বার পঠিত   #  #  #  #  #  #