মঙ্গলবার, ১১ জুন ২০১৩

ল্যাম্বোরগিনি এগোইস্তা…

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ল্যাম্বোরগিনি এগোইস্তা…
মঙ্গলবার, ১১ জুন ২০১৩



lambourghini-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বোরগিনি আমাদের কারোরই অজানা নয়। সম্প্রতি ইতালিয়ান এই কোম্পানিটি তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করল। একই সাথে ল্যাম্বোরগিনি ভক্তদের সামনে নিয়ে এল “এগোইস্তা” নামক একটি স্পোর্টস কার।“এগোইস্তা” ইতালিয়ান এই শব্দটির অর্থ স্বার্থপর। এই নামকরণ করার কারণ হচ্ছে কারটির ভেতরে একজনের বেশী বসা যাবে না।

স্পোর্টস কার সাধারণত দুই সিটের হয়। কারটি ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার ওয়াল্টার ডিসিলভা।

এই অদ্ভুত ডিজাইনের স্পোর্টস কারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার এবং এর ইঞ্জিন ৫.২ লিটার ভি১০।

বিখ্যাত এই ইতালিয়ান কোম্পানিটি যখনই কোন গাড়ি নিয়ে আসে মানুষ একনজর দেখার জন্য মুখিয়ে থাকে। আপনাদের কেমন লাগছে গাড়িটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫১   ৪৫৮ বার পঠিত