মঙ্গলবার, ১১ জুন ২০১৩
ছেলেদের তুলনায় বেশি খায় মেয়েরা
Home Page » বিবিধ » ছেলেদের তুলনায় বেশি খায় মেয়েরাবঙ্গ- নিউজ ডটকমঃ বিয়ে, জন্মদিন কিংবা বন্ধুদের আড্ডা, সব আয়োজনেই কম বেশী থাকে মজাদার খাবার। আর এই সব আয়োজনে ছেলেদের থেকে পিছিয়ে নেই মেয়েরা। বর্তমানে শুধু মেয়েরাই নন স্বাস্থ্য সচেতনতার তালিকায় আছে অনেক ছেলে কিন্তু ভালো খাওয়ার দৌড়ে পিছিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে।তবে, শুধু মন ভালো থাকলেই নয়, মন খারাপ থাকলেও ভালো খাওয়ার প্রবণতা মেয়েদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এমনকি মন খারাপ থাকলে তাদের চর্বি জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায়। সম্প্রতি গবেষণায় জানা যায় এমন তথ্য।
জার্মানির ওয়ার্জবার্গ ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যখন মেয়েরা কষ্টে থাকে তখন তাদের মধ্যে এক ধরনের হরমোনাল পরিবর্তন দেখা দেয়। ফলে তারা চর্বি জাতীয় খাবারের স্বাদ বুঝতে পারে না এবং প্রয়োজনের তুলনায় বেশি খায়।
গবেষণায় আরও জানা যায়, চর্বি জাতীয় খাবারের স্বাদ বুঝতে না পারলেও এ সময় মেয়েরা টক, ঝাল ও মিষ্টি খাবারের স্বাদ অন্য সময়ের থেকে ১৫ ভাগ বেশি বুঝতে পারে।
অর্ধশতাধিক মেয়েকে তিনটি দলে ভাগ করে এ গবেষণাটি পরিচালনা করা হয়। যেখানে তাদের একটি হাসির, একটি কষ্টের ও একটি বিরক্তিকর ভিডিও দেখানো হয়। এ সময় তাদের তিন ধরনের ‘মিল্ক শেক’ পান করতে দেয়া হয়।
এতে দেখা যায়, যারা কষ্টের ভিডিওটি দেখেছে তাদের মধ্যে বেশি চর্বি জাতীয় ‘মিল্ক শেক’ খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। অপরদিকে যারা বিরক্তিকর ভিডিওটি দেখেছে তাদের স্বাদের কোনও পার্থক্য হয়নি।
এবং মন খারাপ থাকলে মেয়েরা স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে বেশি টাকা খরচ করে চর্বি জাতীয় খাবার কেনে।
গবেষণা দলের ড. পওল ব্রেসলিন বলেন, কষ্টে থাকলে মানুষ চর্বিজাতীয় খাবারের স্বাদ বুঝতে পারে না, অপরদিকে অন্য খাবারের স্বাদ বোঝার ক্ষমতা বেড়ে যায়। সত্যি এটা একটি অবাক হওয়ার মতো ঘটনা।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৯ ৬৪৬ বার পঠিত