শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
কেমন সিনেটর চান ? প্রসঙ্গ জাবি সিনেট নির্বাচন ২০১৭ইং ( ক্রম-১০)
Home Page » বিবিধ » কেমন সিনেটর চান ? প্রসঙ্গ জাবি সিনেট নির্বাচন ২০১৭ইং ( ক্রম-১০)বঙ্গ-নিউজঃ আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন ২০১৭ ইং কে নিয়ে এটি নিয়মিত আলোচনা । একটি সমৃদ্ধ ও উন্নত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে যাতে ভোটারবৃন্দ একটা সঠিক চিত্র পান তার প্রতি দৃষ্টি রেখে আমরা এই সাক্ষাৎকারমূলক আলোচনা উপস্থাপন শুরু করেছি । সংশিস্ট সবাই আরো মতামত দিতে পারেন এ বিষয়ে । প্রার্থী, ভোটার এবং সংশিস্ট জনের অংশগ্রহনে এই আলোচনা ২৮শে ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা হবে এবং একই সঙ্গে Live এ বঙ্গ-নিউজ থেকে দেখানো হবে সঙ্গে সঙ্গে bongo-news Tube ও সংরক্ষিত হবে চিরকালীন হিসেবে। যারা মতামত বা পরামর্শ দিতে চান তারা ০১৭১১১৩১৬৮৫ এ যোগাযোগ করবেন অনুগ্রহ করে।
বাংলাদেশ সময়: ২:৪২:০২ ৬১৪ বার পঠিত #bangla newspaper #esnate election of ju #online news paper #shihab uddin khan #university news