মঙ্গলবার, ১১ জুন ২০১৩
পর্তুগালের জয়
Home Page » খেলা » পর্তুগালের জয়বঙ্গ- নিউজ ডটকমঃ পর্তুগালকে জিতিয়ে জাতীয় দিবসকে আনন্দমুখর করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জেনেভায় পর্তুগিজ প্রবাসীদের সামনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতল তারা।৩৬ মিনিটে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে এটি ৩৯তম গোল ২৮ বছরের এই ফরোয়ার্ডের।
এদিন ১৬ বছর বয়সী অ্যালেন হ্যালিলোভিচের অভিষেক হলো জাতীয় দলে। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার অভিষেকের মুহূর্তটা বেশ স্মরণীয় করে রাখা হলো। ডায়নামো জাগরেবের এই মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে বদলি মাঠে নেমে ৮৭ মিনিটে গোলপোস্টে দুর্দান্ত শট নিলেও তা ব্যর্থ হয়।
বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৩ ৪৫২ বার পঠিত