বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

রক্ষণশীলতা ঝেড়ে ফেলে আগামী বছর থেকে ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি

Home Page » আজকের সকল পত্রিকা » রক্ষণশীলতা ঝেড়ে ফেলে আগামী বছর থেকে ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি
বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ রক্ষণশীলতা ঝেড়ে ফেলে অর্থনৈতিক অগ্রগতির নতুন পথ খুঁজছে সৌদি আরব। এ লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারি থেকেই বিদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেবে দেশটি। পর্যটক বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

সৌদি যুবরাজ সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ এএফপিকে জানিয়েছেন, সব দেশের নাগরিককে সৌদি আরব সফরের জন্য আগামী বছর থেকে ইলেকট্রনিক ভিসা দেয়ার সরকারি অনুমোদন সম্পন্ন করা হয়েছে।

ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হ্যারিটেজের সৌদি কমিশনের প্রধান জানান, যোগ্য প্রার্থীরা কীভাবে ভিসা পাবেন, সেই বিধিমালা প্রস্তুত করা হচ্ছে।

সৌদি যুবরাজ সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ জানান, সব দেশের নাগরিককে সৌদি আরব সফরের জন্য আগামী বছর থেকে ইলেকট্রনিক ভিসা দেয়ার সরকারি অনুমোদন সম্পন্ন করা হয়েছে।

ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হ্যারিটেজের সৌদি কমিশনের প্রধান জানান, যোগ্য প্রার্থীরা কীভাবে ভিসা পাবেন, সেই বিধিমালা প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪০   ৬০২ বার পঠিত   #  #  #  #  #  #