বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Home Page » আজকের সকল পত্রিকা » ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ ভোর ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় ঘন কুয়াশার কারণে ১০টি ফেরি লৌহজং টার্নিং পয়েন্ট থেকে হাজরা পয়েন্ট পর্যন্ত নোঙর করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

এদিকে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র শিমুলিয়ায় ঘাটের ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ঘন কুয়াশায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:২২:২৫   ৮২৫ বার পঠিত   #  #  #  #  #  #