মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

কালিয়াকৈরে ১৮ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারক আটক

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে ১৮ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারক আটক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭



মোঃফজলুল হক,বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট এলাকা থেকে মীম আক্তার নামে ৬ বছরের এক শিশু অপহরণের ১৮ ঘন্টা পর টঙ্গী থানা পুলিশের সহযোগীতায় সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারী ইসমাইল হোসেনকে (৩০) মোবাইল ট্রাকিং এর মাধ্যমে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকার ময়দান আলীর ছেলে।

কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন মোহাম্মদ সানোয়ার জাহান উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ---

পুলিশ ও শিশু পরিবার সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মীম আক্তার টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শহরগোপিনপুর এলাকার মো: শাহীন সিকদারের মেয়ে। সোমবার দুপুরে বাসায় একা পেয়ে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেইট এলাকা থেকে মীমকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ইসমাইল হোসেন নিয়ে যায়। মীমের বাবা শাহীন সিকদার ও মা পারুল বেগম অনেক খোজাঁখুজি করার সময় হঠাৎ মীমের পরিবারের নিকট একটি ফোন আসে এবং ১ (এক) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মীমকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। পরে মীমের পরিবার ঐ নাম্বারসহ কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সূত্র ধরে কালিয়াকৈর থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে মঙ্গলবার বিকালে সাভারের আশুলিয়া থেকে মীমকে উদ্ধার করে ও অপহরণকারী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে ।মীমের বাবা শাহীন সিকদার একজন রিক্সাচালক এবং মা নিকটবর্তী একটি কারখানায় চাকুরী করেন।আসামী ইসমাইল হোসেন ও মীমের বাবা উপজেলার পাশা গেইট এলাকার আব্বাস মল্লিকের বাসায় ভাড়া থাকতো।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৯   ৫০৪ বার পঠিত