মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
“ভারতের সীমান্তে উপজাতির গুলিতে বাংলাদেশী যুবক নিহত”
Home Page » প্রথমপাতা » “ভারতের সীমান্তে উপজাতির গুলিতে বাংলাদেশী যুবক নিহত”
আল-আমিন আহমেদ,বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার মহিষখলা সীমান্তের ভারতের পাঁচ কিলোমিটার অভ্যন্তরে উপজাতির গুলিতে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রংপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ফরহাদ হোসেন (২৭)নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছ। রবিবার সকাল ১১টার দিকে ভারতের সীমাছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ জানান, ফরহাদ হোসেন লাকড়ি সংগ্রহের জন্য ভারতের সীমাছড়া নামক এলাকায় প্রবেশ করলে স্থানীয় গারোদের গুলিতে ওইদিন সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ওইদিন বিকেল চারটার দিকে নিহততের স্বজনেরা সেখানে গিয়ে লাশ নিজ বাড়িতে নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৪৫ ৫০১ বার পঠিত