সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭

লালমনিরহাটে ট্রলি উল্টে এক শ্রমিকের মৃত্যু

Home Page » সারাদেশ » লালমনিরহাটে ট্রলি উল্টে এক শ্রমিকের মৃত্যু
সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭



  মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রলি উল্টে বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার রাত ১১টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাতের দিকে উপজেলার বড়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বাবুল মিয়া উপজেলার রেল স্টেশন স্টোর পাড়া এলাকার মৃত সহির উদ্দিনের পুত্র।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতের দিকে উপজেলার সারপুকুর মিলন বাজার থেকে ট্রলি নিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় উপজেলার বড়াবাড়ি ব্রিজ এলাকায় ঘনকুয়াশার জন্য ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়ে যায়।

এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বাবুল মিয়া সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৩:০২   ৫১৩ বার পঠিত   #  #  #  #