শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রাণে হিউম্যান হেল্প

Home Page » প্রথমপাতা » প্রাণে হিউম্যান হেল্প
শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭



ছবি আনোয়ার ইউনুস

আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ব্রতকে বুকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে সদ্য এইচ,এস,সি পাস করা কিছু তরুণ তরুণীর প্রচেষ্টায় আজ ১৬ ডিসেম্বর ২০১৭ যাত্রা শুরু হল মানবিকতার সেবায় নিয়োজিত সামাজিক সংঘঠন হিউম্যান হেল্প। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ প্রাঙ্গণে দুস্তদের মাঝে দুপুরের খাবার ও শীত বস্র বিতরণের মধ্যে দিয়ে হিউম্যান হেল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। (এর আগে হিউম্যান হেল্পের সদস্যরা যান সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে)।

ছবি আনোয়ার ইউনুস

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি স্কুল ও কলেজের শিক্ষক জনাব মিজানুর রহামান,নিহারিকা ইসলাম ও বদিউজ্জামান রাজু। আমরা কথা বলেছিলাম মিজানুর রহামান ও রাজুর সাথে। তারা বঙ্গ-নিউজকে বলেন ছাত্রদের এই উদ্যোগে আমরা সত্যি গর্বিত। আমরা চাই তারা এভাবেই মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করুক। সংঘঠনের সভাপতি আব্দুল্লাহ আল জাকির (রাফি) বঙ্গ-নিউজকে বলেন আমরা মানবিক মূল্যবোদ থেকেইএই সংঘঠনের চিন্তা করি। বিজয়ের দিনে হিউম্যান হেল্প এর যাত্রা সম্পর্কে জানতে চাইলে রাফি বলেন মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে আমাদের বিজয় এনেদিয়েছে। আমরা দেশের অর্থনৈতথ মুক্তি আনার লক্ষে কাজ করে যাবো। আমাদের কথা হয়েছিলো হিউম্যান হেল্প এর  সাধারন সম্পাদক সাব্বির হোসেন (মুন্না)র সাথে তিনি বঙ্গ-নিউজকে বলেন আমরা পথ শিশুদের কষ্ট বুকে ধারণ করেই হিউম্যান হেল্প নামে একটি সামাজিক সংঘঠনের পরিকল্পনা করি।

ছবি আনোয়ার ইউনুস

 

বাংলাদেশ সময়: ২০:৫২:০৯   ৭৮৫ বার পঠিত   #  #  #  #  #  #