শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই
Home Page » জাতীয় » মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেইবঙ্গ-নিউজঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছায়েদুল হকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ ডিসেম্বর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগের সাংসদ। তিনি পাঁচবার সাংসদ নির্বাচিত হন। তিনি প্রথম, সপ্তম, অষ্টম, নবম ও দশম সংসদের সাংসদ ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:৪৭:০৫ ৪৯৫ বার পঠিত