মঙ্গলবার, ১১ জুন ২০১৩

“বিজেপি নেতা আদভানির পদত্যাগ প্রত্যাহার”

Home Page » জাতীয় » “বিজেপি নেতা আদভানির পদত্যাগ প্রত্যাহার”
মঙ্গলবার, ১১ জুন ২০১৩



advani20130611090646.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  ২৪ ঘণ্টার ব্যবধানে পদত্যাগপত্র ফিরিয়ে নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি। দলে মনটা তিথিয়ে উঠেছে এমন অভিযোগ এনে সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।এ খবর শোনা মাত্রই ভারতীয় লোকসভায় বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজসহ বিজেপির শীর্ষ নেতারা চলে যান আদভানির বাসায়। অনুরোধ করেন পদত্যাগ না করতে। এরই পরিপ্রেক্ষিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ভারতের ‘লৌহ মানব’।

মঙ্গলবার বিকেলে বিজেপির সভাপতি রাজনাথ সিং ঘোষণা দেন, বিজেপির প্রতিষ্ঠাতা লাল কৃষ্ণ আদভানি পদত্যাগ প্রত্যাহার করেছেন।

আদভানির বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিজেপি সভাপতি। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না আদভানি।

বিজেপির প্রভাবশালী নেতা নরেদ্র মোদি আসন্ন সাধারণ নির্বাচনে প্রচারণা কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পাওয়ার একদিন পর আদভানি পদত্যাগের ঘোষণা দেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রচার করে, মোদির পদোন্নতি মেনে নিতে না পেরেই এমন সিদ্ধান্ত নেন দেশের সাবেক উপপ্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১:২৩:৪০   ৪৯২ বার পঠিত