শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
১৪ ডিসেম্বর -বায়াজীদ গালিব
Home Page » সাহিত্য » ১৪ ডিসেম্বর -বায়াজীদ গালিবচৌদ্দ ডিসেম্বর
ছোট্ট একটি গল্প বলি
দুঃখে ভরপুর
মুক্তিযুদ্ধ শেষ হতে আর
ছিলোনা বেশি দূর।
জয় বাংলার জয় হবে
বাঙালীদের জয়।
সেটাই ছিল রাজাকারদের
একমাত্র ভয়।
দুঃখ আমার পাহাড় সমান
১৪ ডিসেম্বর,
রাজাকাররা দিলো হানা
বুদ্ধিজীবীর ঘর।
একে একে ধরে নিলো
ঘর খালি করে,
হাজার খানেক শিক্ষাবিদ
আর পেশাজীবীরে।
তিরিশ লক্ষ শহীদ করেও
মেটেনি যে সুখ,
পিশাচেরা করলো খালি
বাংলা মায়ের বুক ।
স্বাধীন হলেও যুদ্ধ কিন্তু
হয়নি মোদের শেষ।
স্বাধীন বাংলায় রাজাকারদের
আধিপত্য বেশ।
বারে বারে দিচ্ছে হানা
করছে বোমা বাজী,
চোরাগুপ্তা হামলা আর
করছে কারসাজী।
দুঃখ নিয়ে দেখছি আমি
তাদের কারবার,
তারাই এখন মূক্তিযোদ্ধা আর
আমরা রাজাকার!!
বাংলাদেশ সময়: ২:১০:৩০ ৫৮৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News