বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
তেজগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » তেজগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহতবঙ্গ-নিউজঃ রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
মঙ্গলবার মধ্যরাতে শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।
নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দু’টি চাপাতি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৫:৫৭ ৫৪৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News