মঙ্গলবার, ১১ জুন ২০১৩

” পরিচালক ফারাহ খান হাসপাতালে”

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ” পরিচালক ফারাহ খান হাসপাতালে”
মঙ্গলবার, ১১ জুন ২০১৩



farah-khan20130611031152.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ৪৮ বছর বয়সী বলিউড পরিচালক ফারাহ খান। অবস্থা বেশি খারাপ হলে সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন সুস্থ এবং শিগগিরই হাসপাতাল ত্যাগ করবেন।

আর ফারাহ খান টুইটারে লিখেছেন, “আমি এখনও হাসপাতালে। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি কেবিনে বসে গরম গরম চায়ের সাথে টোস্ট বাটার খাচ্ছি। আগের থেকে সুস্থ আছি। এখন বাড়ি ফেরার সময়। সবার শুভকামনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।”

বর্তমানে ‘হ্যাপি নিউ ইয়ার’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন ফারাহ খান। সিনেমাটিতে সুপারস্টার শাহরুখ খান অভিনয় করছেন। আপাতত সিনেমার কাজ বন্ধ আছে। ফারাহ সুস্থ হলে আবার কাজ শুরু হবে বলে জানা গেছে।

ফারাহ খান সম্প্রতি ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’ সিনেমার আইটেম গান ‘ঘাগরা’র জন্য মাধুরী দিক্ষিতকে কোরিওগ্রাফী করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৪   ৪৪৮ বার পঠিত