মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী

Home Page » আজকের সকল পত্রিকা » গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ   মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

তার ছেলে কারু তিতাস  জানান, রোববার রাতে পায়ের গোড়ালিতে একটি অস্ত্রোপচারের পর এখন তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও জানান, বিএসএমএমইউ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. নকুল দত্তের অধীনে ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে। চিকিৎসকরা সার্বিক অবস্থা বিবেচনায় তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তারা বলেছেন, তার যে অবস্থা, ৭২ ঘণ্টা না কাটলে সুনির্দিষ্ট কিছু বলা যাবে না।

কারু তিতাস আরও জানান, ফেরদৌসী প্রিয়ভাষিণী ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে গত মাসে বাসায় বাথরুমে পড়ে গোড়ালিতে চোট পান ৭০ বছর বয়সী ফেরদৌসী প্রিয়ভাষিণী। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে জানান, গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হয়েছে।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান। ২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৫০   ৫১৮ বার পঠিত   #  #  #  #  #  #  #