সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
৮৭ কোটি টাকা ব্যয়ে টাংগুয়ার হাওরে রিসোর্ট করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ ও বন উপমন্ত্রী
Home Page » সারাদেশ » ৮৭ কোটি টাকা ব্যয়ে টাংগুয়ার হাওরে রিসোর্ট করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার: পরিবেশ ও বন উপমন্ত্রী
আল-আমিন আহমেদ সালমান, বঙ্গ-নিউজ:-
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘হাওরাঞ্চল অত্যন্ত অবহেলিত। হাওরের মানুষ সংগ্রাম করে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করে। মৎস্য আহরণের সময় মৎস্যজীবিদের জন্য কাজের ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের উন্নয়নের জন্য করণীয় সব কিছুই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে করা হবে। হাওরে পর্যটন শিল্প বিকাশে ৮৭ কোটি টাকা ব্যয়ে একটি রিসোর্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাওরে হিজল করচ গাছ রোপনের জন্যপ্রকল্প গ্রহণ করা হবে।’ শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা প্রাঙ্গণে মধ্যনগর থানা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, ‘মধ্যনগর থানাকে উপজেলা বাস্তবায়ন এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবি বাস্তবায়নের জন্য যা যা করণীয় তা করা হবে।’মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরীর সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সাধারণ শামীম আহমেদ মুরাদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, অমরেশ রায় চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন,সাবেক বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, মধ্যনগর থানা ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমেদ।
বক্তারা অনতিবিলম্বে মধ্যনগর থানাকে উপজেলায় বাস্তবায়ন করার আহবান জানান এবং এতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১০:০৯:৩৮ ৫৮৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News