
সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
হাতীবান্ধায় ৩শত বোতল ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক
Home Page » অর্থ ও বানিজ্য » হাতীবান্ধায় ৩শত বোতল ফেনসিডিল সহ ব্যবসায়ী আটকবঙ্গ-নিউজঃ মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ৩শত বোতল ফেনসিডিলসহ সবেত আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সবেত ওই উপজেলার সিংগিমারী এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেলসহ সবেতকে আটক করে। তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪৯:১২ ৬৫৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News