সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে-এরদোগান

Home Page » আজকের সকল পত্রিকা » ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে-এরদোগান
সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, ইসরাইল একটি দখলদার রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা সন্ত্রাস চালাচ্ছে।

ইস্তাম্বুলে শনিবার এক ভাষণে এরদোগান পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের সমালোচনা করে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার ইস্তাম্বুলে ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছেন। বর্তমানে তিনি মুসলিম দেশগুলোর বৃহত্তম এ সংস্থার চেয়ারম্যান।

এরদোগান আরও বলেন, আমেরিকার সিদ্ধান্ত তুরস্ক মানে না। সেই সঙ্গে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন এরদোগান। এছাড়া যুক্তরাষ্ট্র আকাংরা ও তেল আবিবের মধ্যে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, ফিলিস্তিনি অধিকার রক্ষায় সোচ্চার এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার আগ থেকেই ইসরাইল ও ওয়াশিংটনের কড়া সমালোচনা করে আসছেন।

বাংলাদেশ সময়: ৬:৫৯:০০   ৫৯৮ বার পঠিত   #  #  #  #  #  #