রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালা চান
Home Page » আজকের সকল পত্রিকা » আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালা চানআনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালা চান। তার হাতের মোহন বাঁশি আমার প্রাণ কেড়েছিল। আমি তার জাদুর বাঁশিতে আমার মনমজাই। জানি না আমি তার বাঁশি না চোখের প্রেমে পড়ে ছিলাম। তার বাঁশিতে যেমন মায়াবী শুর ছিল চোখে ছিল তেমনই মায়া। তার মায়া মাখা চোখ আমার মনের গহীনে শত ফুলের পাপড়ি ফোটায়। তবে তার তরে আমার দেহের ভীতর যে,প্রাণ সে প্রানে ভীষণ জ্বলন অনুভব করি। ক্ষণে ক্ষণে মনে হয় আমি বুঝি আমার নই। তবু আপনাকে আপনার ভীতর যতন করে ধারণ করি। যেদিন তার নয়নে নয়ন রাখি,সে রাতে পূর্ণিমা ছিল। দিঘির জলে পূর্ণিমা চাঁদের আলো মনের গহীনে দোল খাচ্ছিল। দিঘির জলে নিজের প্রতিচ্ছবির ভীতর আমাকে না,আমার ভীতর যেন তাকে আবিস্কার করি। আমার আমাতে আর আমাকে খুঁজে পাই না। আমি যেন তার হয়ে গেছি। আমি তাকে ধারণ করি বহন করি। মনে মনে মনের সওদা করি। আবার আপন মনে তারে গড়ি। দিবাকে নিশি আর নিশিকে দিবা করি। সেই যে গেল আর এলো না। কিন্তু যাবার বেলা বলে ছিল সে আমাকে ছেঁড়ে যাবে না। তার হাতের ছোঁয়া এখনো হৃদয়ের গহীনে দোল খেলে যায়। তার বাঁশিতে পরশবুলাই অনুভবে তারে যে পাই। রজনীরে স্বজনী আমার কেন যে আসিল না,তা আমি জানি না,তবে এটা জানি সে আমাকে ফাঁকি দিতে পারে না। আমার স্বজনীর কি হল তার কোন খবর আমাকে এনে দিতে পারবি। কেন বুঝিস নারে রজনী তাকে ছাড়া একা ঘরে আমার পরাণ পোড়ে। কত নিশি পোহাইল মনের আশা মনেই রইলরে। দিবা কাটে নানা কাজে,রজনী যেন মনের ভাজে। আপন কাজে সন্ধ্যা সাজে তার বাঁশি প্রাণে বাজে। মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরেরে। সে যে,মনের ঘরে প্রতিক্ষণে হানা দেয়। তবু বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশি শেষেরে। দারুন পিরীতিরও বিষে ধরিল উজান। আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালা চান।
বাংলাদেশ সময়: ৮:৪৭:০১ ১৫৩৪ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com