শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
মুখের হাসি -এ এম জামান
Home Page » বিবিধ » মুখের হাসি -এ এম জামান
দাদু আমার ঘুম আসে না
সেই গল্পটা একটু বলো।
নাতির কথা শুনে দাদুর
চোখ যে করে ছলো ছলো।
নিজের দেশে নিজের ভুঁইয়ে
ছিল মোদের বাস,
হাত-পা বাঁধা অধীনতায়
নিতাম শুধু শ্বাস।
নিজের জমি চাষ করে ভাই
আসতো ফসল ঘরে,
সেই ফসলেও ভাগ বসাতো
ওরা গায়ের জোড়ে।
এতো কিছুর পরেও তাদের
আশা মিটে না,
বল্লো তোরা ডাকবি না আর
নিজের ভাষায় ‘মা’।
এবার সবাই উঠলো জেগে
বাঁচবো না আর ডরে,
বুকের রক্ত ঢেলে দিলো
নিজের ভাষার তরে।
সেই থেকে ভাই জাগলো মানুষ,
ঘুরলো বছর, দিন।
ভাবলো সবাই রুখবো এবার
থাকবো না অধীন।
তোমার দাদাও যুদ্ধে গেল
দেখা নাই যে তাঁর,
স্বাধীনতা আসলো ঘরে
ফিরলো না সে আর!
নিজের ভাষা,নিজের দেশ
সবই এলো ফিরে,
ফিরলো সবাই, তোমার দাদা
ফিরলো না আর নীড়ে!
সেই থেকে ভাই বছর জুড়ে
চোখের জলে ভাসি,
হানাদারে কেড়ে নিল
আমার মুখের হাসি।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৪ ১০৭৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News #কবিতা