শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
‘রোকেয়া পদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে; প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » ‘রোকেয়া পদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে; প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত- একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তিনি আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করেই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।’রোকেয়া দিবসে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেগম ‘রোকেয়া পদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই সরকার পরিচালনা করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নারী উন্নয়নে নীতিমালা প্রণয়ন করেছে।’
তিনি বলেন, ‘১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে আমরা তিনমাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছিলাম। পরে আবার ২০০৮ সালে ক্ষমতায় এসে সেটা ছয় মাসে উন্নীত করি।’
নারী-পুরুষ সবাই মিলে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ বছরের রোকেয়া পদক প্রদান করেন। নারী উন্নয়নে অবদান রাখায় এ বছর রোকেয়া পদক পান পাঁচ নারী- মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, সুরাইয়া বেগম ও সাংবাদিক মাহফুজা খাতুন (বেবী মওদুদ) (মরণোত্তর)।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫০ ৯৪৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News