শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

পল্লী শিক্ষা উন্নয়ন এসোসিয়শনের মেধাবৃত্তি ও আলোচনা সভা অনুৃষ্ঠিত

Home Page » শিক্ষাঙ্গন » পল্লী শিক্ষা উন্নয়ন এসোসিয়শনের মেধাবৃত্তি ও আলোচনা সভা অনুৃষ্ঠিত
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭



মেধাবৃত্তি ও আলোচনা সভা অনুৃষ্ঠিত

আল-আমিন আহম্মেদ, মধ্যনগর প্রতিনিধি:- আজ শুক্রবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের পল্লী শিক্ষা উন্নয়ন এসোসিয়শন’র কামারগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় ৪টি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৫৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। অংশগ্রহনকারী চারটি বিদ্যালয় ১.কামারগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২.সাজদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩.কাহালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪.বিশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সিলেট ইছামতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজু সরকারের সঞ্চালনায় পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষা উন্নয়ন এসোসিয়নের কার্যনির্বাহী সদস্য মনোজিত তালুকদার মানব, বিদ্যুৎ কান্তি সরকার, কামারগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায় প্রমূখ। আলোচনা সভা শেষে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। এতে প্রথম হয়েছে পুজা তালুকদার, দ্বিতীয় হয়েছে বাঁধন সরকার ও তৃতীয় হয়েছে সরূপা মল্লিক এবং বিজয়ীদের মধ্যে পুরুষ্কার ও সনদ পত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪২   ৬৭৭ বার পঠিত   #  #  #  #  #  #