শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
বরং তারই উচিত- দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া’- প্রধানমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » বরং তারই উচিত- দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া’- প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ : সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর নিয়ে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে শুরুতে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মোট নয়জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে। তারা হলেন- দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু, ডিবিসি নিউজের মঞ্জুরুল ইসলাম, এটিএন বাংলার জ ই মামুন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ সংবাদদাতা ইবতেশাম নাসিম মৌ এবং দেশ টিভির সাংবাদিক জয় যাদব।
মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটি কমিটি করা হবে। কমিটির মাধ্যমে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে’।
খালেদা জিয়ার ক্ষমা করে দেওয়া- এমন বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমা করে দিয়েছেন! কিসের ক্ষমা করে দিয়েছেন, সেটি হলো প্রশ্ন। ২১ আগস্ট আমাকে হত্যার জন্য গ্রেনেড মেরেছিলেন, আমি বেঁচে গিয়েছি, সে কথায় বলছিলেন? ক্ষমা করেছেন, না চাচ্ছেন, সেটি স্পষ্ট নয়’।
তিনি বলেন, ‘বরং তারই উচিত- দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া’।
সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানের অর্থপাচার সর্ম্পকিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৌদিতে যে বিশাল শপিংমল, সম্পদ সবকিছু পাওয়া গেছে। এটাতো আমরা কিছু করিনি। বিদেশ থেকেই সংবাদটা এসেছে। জনগণ এর বিচার করবে, মানিলন্ডারিং, দুর্নীতি- সবকিছুর বিচার হবে’।
আগাম নির্বাচনের নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘পার্লামেন্টরি সিস্টেমে যেকোনো সময় নির্বাচন হয়। এমন কোনো দৈন্যদশায় পড়িনি যে, এক্ষুণি নির্বাচন দিতে হবে’।
আদালতের রায়ে দণ্ডিত তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ হোক কাল হোক একদিন না একদিন তাকে আসতেই হবে এবং বিচারের কাঠগড়ায় তাঁকে দাঁড়াতে হবে।
বাংলাদেশ সময়: ০:৩৬:৫৪ ৪৯৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News