বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবসকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি সাংস্কৃতিক মুক্তিজোটের

Home Page » জাতীয় » শহীদ বুদ্ধিজীবী দিবসকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি সাংস্কৃতিক মুক্তিজোটের
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭



--- বঙ্গ-নিউজঃ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে-১৯৭১ সালে দেশের বুদ্ধিজীবীদের ওপর পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের স্মৃতির স্বীকৃতি হিসেবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছে জোটের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা বাঙ্গালী জাতিকে ধ্বংস করার নীলনকশা হিসাবে বুদ্ধিজীবীদের তালিকা পদ্ধতিতে হত্যা করে যা ইতিহাসের একটি নজিরবিহীন বীভৎস ঘটনা। তাই সেদিনের শহীদদের মর্যাদা রক্ষায় এ দিনটিকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার দাবী তাদের । যদি তা না হয় তবে তা রাষ্ট্রকর্তৃক জাতীয় স্মৃতি ভূলুণ্ঠিত হওয়ার সামিল বলে মনে করে দলটি। এই লক্ষ্যে দলটি ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপির মাধ্যমে নিজেদের দাবী তুলে ধরবেন বলে জানান দলটির মুখপাত্রগণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্না, জাতীয় স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় কাঠামোগত সার্বক্ষণিক মোহাম্মদ নাজমুল হাসান, পরিচালনা বোর্ড প্রধান মোঃ শাহ জামাল আমিরুল, কন্ট্রোল বোর্ড প্রধান মোঃ বদরুজ্জামান রিপন, এডিটোরিয়াল বোর্ড প্রধান এ্যাডভোকেট ক্রিস্টিও মারিও দ্য শিল্পী দাস ও জাতীয় স্টিয়ারিং কমিটি কার্যনির্বাহী সদস্য সায়মা নাজনীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০৬   ৫২৭ বার পঠিত