বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭

হাসন রাজার মৃত্যু বার্ষিকী পালিত

Home Page » এক্সক্লুসিভ » হাসন রাজার মৃত্যু বার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭



ফাইল ছবিআল আমিন আহমেদ, বঙ্গ-নিউজঃ  গতকাল ছিল ঐতিহসিক ৬ ডিসেম্বর এই দিনে ১৯২২সালে এই পৃথীবির মায়া ছেড়ে চলে যান বিখ্যাত মরমী কবি ও সাধক হাসন রাজা। হাসন রাজা ১৮৫৪ সালে সুনামগঞ্জের এক ধনী বিখ্যাত জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন। হাসন রাজা তার যুবক বয়সে অত্যন্ত বিলাসিতাপূর্ন জীবন অতিবাহিত করেছিলেন।কিন্তু এক সময় তিনি বুঝতে পারেন টাকা,পয়সা,ধন, সম্পদ ও জমিদারি যা সম্পূর্ণ অর্থহীন। তাই তিনি গভীরভাবে সৃষ্টিকর্তা ও মানুষ সম্পর্কে ভাবতে থাকেন এবং এই ভাবনা থেকে হাসন রাজা লিখেছেন হাজারো গান।যে গান গুলো আজও বাংলার মানুষের কাছে জনপ্রিয়। ১৯০৬ সালে হাসন রাজা’র লিখা ২০৬ টি গান নিয়ে প্রকাশিত হয় “হাসন উদাস”।হাসন রাজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে কোন অনুষ্ঠানের আয়োজন হয়নি। মরমী কবি ও সাধক হাসন রাজার জন্ম-মৃত্যুতে নিয়মিত আয়োজন কম হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মরমী কবি হাসন রাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম ও দুরবিন সাঁই স্মরনে জেলা শিল্পকলা একাডেমীতে চারদিন ব্যাপি বর্ন্যাঢ্য আয়োজন করা হয়.। কিন্তু গতকাল সারা দিন হাসন রাজার মৃত্যু বার্ষিকীতে হাওর-বাওর অধ্যুষিত হাসন রাজার জন্মস্থান সুনামগঞ্জে ছিলনা কোনো আয়োজন।

বাংলাদেশ সময়: ৯:৫৩:৫৩   ১৯২৫ বার পঠিত