বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
“বুকে জ্বেলেছি প্রদীপ, এক হাতে রণতুর্য অন্য হাতে কলম”- ড.মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার
Home Page » সারাদেশ » “বুকে জ্বেলেছি প্রদীপ, এক হাতে রণতুর্য অন্য হাতে কলম”- ড.মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারআল আমিন আহমেদ, বঙ্গ-নিউজ:-বিজয়ের মাসের শুরুতে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ক গবেষক, কলাম লেখক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড.মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার তার ফেসবুক টাইম লাইনে তরুণদের উদ্দেশ্যে একটি শিরোনামহীন ও সংক্ষিপ্ত কবিতা লিখেন। কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী, প্রগতিশীল ও বিপ্লবী একটি কবিতা। তাই জনসাধারণের অবগতির জন্য আমরা সেটি প্রকাশ করছি ।
“বুকে জ্বেলেছি প্রদীপ, এক হাতে রণতুর্য অন্য হাতে কলম।
করি অন্যায়-অবিচার মিথ্যে পদতল, আয়রে অরুণ পথের তরুণ দল।
আলো জ্বালাবো মোরা সমাজে, বিজয়ের মাসে করি এই পণ।”
বাংলাদেশ সময়: ৯:৩৩:৩৪ ৮৮৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News