
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
জমে উঠেছে জাবির সিনেট নির্বাচন
Home Page » আজকের সকল পত্রিকা » জমে উঠেছে জাবির সিনেট নির্বাচনআনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ জাবিতে জমে উঠেছে সিনেট নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পারকরছে ভোট প্রাথিরা। ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে জাবির প্রতিটি দালান। সর্বশেষ ১৯৯৮ সালে সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয়েছিল। তারপরে দীর্ঘ প্রায় ১৯ বছর আর কোন নির্বাচন হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।
(৩০অক্টোবর ২০১৭,সোমবার) নির্বাচনী তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
নির্বাচনী তফসিল অনুসারে দু’টি ভোটকেন্দ্রে (কলা ও মানবিক অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। দু’টি ভোটকেন্দ্রই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হওয়ায় নিরাপদে ভোট দেওয়া নিয়ে শঙ্কিত অনেক গ্রাজুয়েট। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রেজিস্টার্ড গ্রাজুয়েটরা সঠিক সময়ে এসে ভোট দিতে পারবেন কি-না- তা নিয়েও প্রশ্ন উঠেছে। তার পরও সিনেট নির্বাচন নিয়ে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষকরা গেছে।
বাংলাদেশ সময়: ০:৪৬:০২ ৯৩৯ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com