মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
কালিয়াকৈরে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদ অভিযান
Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদ অভিযানমোঃফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ এলাকায় ফুটপাত দখল ও অবৈধ বিলবোর্ড মুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের উপজেলা পরিষদ ও থানার সামনে ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন দোকান ও দোকানের সামনের অংশ গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে উপজেলা পরিষদের আশপাশ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে অবৈধ ভাবে স্থাপন করা বিভিন্ন প্রতিষ্ঠানের সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নকর্মী ও কালিয়াকৈর থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শহরের শোভাবর্ধন ও ফুটপাত দখল মুক্ত করতেই এ অভিযান। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে করা এ অভিযান অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমতারা, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন প্রমূখ।
বাংলাদেশ সময়: ০:০৮:৪৫ ৫১৬ বার পঠিত