শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
মরহুম আনিসুল হকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Home Page » আজকের সকল পত্রিকা » মরহুম আনিসুল হকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনবঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবার দুপুর পৌঁনে ২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাসভবনে যান। তিনি মরহুম আনিসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দুপুর ১.৪৫ মিনিটে আনিসুল হকের বনানীর বাসায় যান এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনা সেখানে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ সময় মরহুমের স্ত্রী,পুত্র ও কন্যারা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী এরপর মআনিসুল হকের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বার্তা বলেন। তিনি প্রয়াত মেয়রের বাসভবনে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।
এ সময় স্পিকার শিরীন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মরহুমের ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বাসস
বাংলাদেশ সময়: ১৮:৪৫:২০ ৫৭০ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com