
শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামে
Home Page » এক্সক্লুসিভ » আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামেবঙ্গ-নিউজঃ সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি আজ বিকেল ৩টায় আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। আনিসুল হকের পারিবারিক বন্ধু ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এক ফেসবুক স্টেটাসে এ কথা জানান।
এর আগে বেলা একটার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০০২) আনিসুল হকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হয় তার বনানীর বাসায়। এ সময় সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ মেয়রের ছোট ভাই সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হকও বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিকেল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা অর্পণ শেষে সেখানেই বাদ আসর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে আনিসুল হক তার মা ও ছোট সন্তান শারাফের সাথে চিরনিদ্রায় শায়িত হবেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আনিসুল হক দীর্ঘ দুই মাস ধরে মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৬ ৫৩১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News