শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
সুনামগঞ্জে শিক্ষক নিহত!
Home Page » শিক্ষাঙ্গন » সুনামগঞ্জে শিক্ষক নিহত!আল-আমিন আহম্মেদ,বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামে বাড়ির সীমানা নির্ধারণের বিরোধের জের ধরে মৃত সিরাজ উদ্দিনের ছেলে আবু তৌহিদ জুয়েল (৪২) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর নিজ বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু তৌহিদ জুয়েল সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে বেলা সাড়ে দশটার দিকে আহত অবস্থায় আবু তৌহিদ জুয়েলকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। অপরাধীদের নামে ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৪৯ ৫৪১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News